
সানজিদা রুমা, নরসিংদী:
নরসিংদী জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগনের পক্ষে তাদের ১০ম গ্রেডসহ অন্যান্য দাবীসমুহ বাস্তবায়নের জন্য গতকাল মঙ্গলবার স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা বরাবরে স্মারক লিপি নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আনোয়ার হোসাইন এর নিকট দাখিল করা হয়। এতে নেতৃত্বদেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ আলতাব হোসেন। উপস্হিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সোহরাব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কেন্দ্রীয নির্বাহী কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জেলা প্রশাসক,নরসিংদীর নিকট এই স্মারকলিপি দাখিল করা হয়।