কলমেঃ কাকলি রানী ঘোষ
হেমন্তের চাঁদ ঈশান কোণে,
পূর্ণচন্দ্র, শশী কলা, হেমন্তিনী,
ছাদে দাঁড়িয়ে আমি একা,
কুয়াশার আবরণে ঢাকা হেমন্তিকা,
স্বর্ণের ছটায় প্রকাশিত অপরূপ বলায়,
গভীর আলাপনে ঈশানী চন্দ্রশোভা,
তারারা অবলুপ্তি প্রায়,
একাকী হেমন্তিকা চন্দ্রাবতী শশী কলা,
অপলক নয়নে সন্ধ্যা প্রদীপএ সমর্পিত,
ঈশান কোণে নীলকন্ঠে শোভিত,
হিমালয়ে শোভিছে নীলকন্ঠ মুকুটে,
পার্বতী বরণে, গণেশ, কার্তিক স্মরণে,
গঙ্গাধারা বহে বরফ আচ্ছাদিত চন্দ্রকিরণে,
হিমালয় হেমন্তিকা শশী কলা শোভিছে
ঈশানে,
হেমবরণী শশী কলা, কর্ণ কূহরে গাইছে
প্রেম গীত,
শিব পার্বতীর মিলন সংগীত।
হেমন্তের পূর্ণ চাঁদ একাকী নিভৃতে
শান্তির আলাপনে।