
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হকের উদ্যোগে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ডিসেম্বর) বিকালে ধর্মপাশা উপজেলার উকিলপাড়া হেলিপ্যাড মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনিত প্রার্থী আনিসুল হক। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। দুর্বার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি। আজ তিনি মারাত্মক অসুস্থ, মৃত্যুর সাথে লড়াই করছেন। তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করছি। দেশের ১৮কোটি মানুষ দেশনেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া করছেন। দেশের মানুষ নেত্রীকে এতো ভালোবাসে তা আজ প্রমাণ হয়েছে।
নেতা তারেক রহমানের খুব শীঘ্রই দেশে ফিরবেন। নেতাকর্মীদের সাথে নিয়ে দেশের মানুষের কল্যাণে বাবা মায়ের আদর্শে কাজ করবেন। এই আশা নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি আমাদের দল সবসময় আপনাদের পাশে থাকব। উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং যুগ্ম আহবায়ক আব্দুল হক এর পরিচালনায়। প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, বার বার কারা নির্যাতিত নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, বিশেষ অতিথি উপজেলা বিএনপির ২য় যুগ্ম আহবায়ক এস এম রহমত, ৪র্থ যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভূট্টো,তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো: শফিকুর রহমান, মধ্যনগর উপজেলা আহবায়ক আবে হায়াত, জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ডাঃ নুরুল আমীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, সাবেক সহ সভাপতি আনফর আলী, বিআরডিবি চেয়ারম্যান আফসারুল আলম চন্দপীর, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শান্ত, আফজাল হোসেন স্বপন, মাহবুবুল আলম হাদিস, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহবায়ক সাইনুর হক, আহবায়ক ইকবাল হোসেন, যুগ্ন আহবায়ক শাহ আলম প্রিন্স, যুবদলের সদস্য চন্দন খাঁন, নাজমুল হোসেন সোহেল, রুকন উদ্দিন ব্যাপারী, ইমরান আহমেদ লিটন, হুমায়ুন আহমেদ মারুফ,
ধর্মপাশা উপজেলা কৃষক দলের সভাপতি ফারক আহমেদ,
সাধারণ সম্পাদক কবির মজুমদার মিলন, সহ সাংগঠনিক সম্পাদক আমিন দোজা আহমেদ, ধর্মপাশা উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমিন নুরু, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, ধর্মপাশা উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিশর আহমেদ, সদস্য সচিব রোমান আহমেদ, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাবিবুল্লাহ, যুগ্ম আহবায়ক রোমান আহমেদ, তানভীর হাসান রাজ, উপজেলা ছাত্রদল নেতা তানভীর আহমেদ, গালিব আহমেদ চৌধুরী, ধর্মপাশা সরকারি ছাত্রদলের সদস্য সচিব আনসারুল হক, যুগ্ম আহবায়ক রাহাত তালুকদার, ইকবাল আহমেদ, আরিয়ান আহমেদ মেহেদী, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সামিউল হক সৌরভ,
সিনিয়র সহ-সভাপতি সানি আহমেদ বাদল, ধর্মপাশা উপজেলা নবীন দলের আহবায়ক জুয়েল রানা,
সিনিয়র যুগ্ম আহবায়ক হিরা মিয়া, ধর্মপাশা উপজেলা জিয়া সৈনিক দলের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মাদ আলী, আহবায়ক কমিটির সদস্য আবু তাহের সোনা মিয়া, হামিদুল ইসলাম রতন, নাসির উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনেন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।