
প্রভাষক জাহিদ হাসান, নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা জননেতা মাওলানা জয়নাল আবেদীন। তিনি এলাকাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা জয়নাল আবেদীন বলেন, “দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এ দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব নির্ভীক বীর শহীদদের কথা, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি। আমি স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যেসব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন- আমি তাাদের সশ্রদ্ধ সালাম জানাচ্ছি।
১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছরের ১৬ ই ডিসেম্বর বিজয় অর্জিত হয় পাক হানাদার বাহিনীকে পরাজিত করার মাধ্যমে। দেশের অদম্য বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে এ বিজয় ছিনিয়ে আনেন। তাই ১৬ ই ডিসেম্বর আমাদের গর্বিত বিজয় দিবস। আজকের এ মহান দিনে আমি সেসব বীর সেনাদের সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি।
অধিকারহারা শোষণ-বঞ্চনামুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই ১৯৭১-এ এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। স্বাধীনতার পর বারবার আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা থামিয়ে দেয়ার অপচেষ্টা করা হয়েছে, জনগণের মৌলিক ও মানবিক অধিকার হরণ করা হয়েছে। কিন্তু প্রতিবারই এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও মৌলিক অধিকার পুনরুদ্ধার করেছে।
সারা দেশের ন্যায় আমাদের জগন্নাথপুর পৌরসভা আজও উন্নয়ন বঞ্চিত। জগন্নাথপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় উন্নীত করার লক্ষে আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। নেতা নয়, আমি একজন প্রকৃত সেবক হতে চাই। সুযোগ পেলে জগন্নাথপুর পৌরবাসীর সার্বিক সেবায় নিজেকে নিয়োজিত রাখবো- ইনশাআল্লাহ।”