মতিউর রহমান, সরিষাবাড়ি (জামালপুর) থেকে:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে জামালপুরের সরিষাবাড়ি নির্বাচনী ভোট কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। উপজেলার নবাগত নির্বাহী অফিসার তাসনিমুদ্দিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করছেন বলে জানা যায়।
সুত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যান্য জেলা উপজেলার মতো সরিষাবাড়িতেও বুধবার থেকে নির্বাচনি ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করা হচ্ছে। গত দুইদিনে অন্ততঃ ষোলটিরও বেশি ভোট কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। সরিষাবাড়ি উপজেলায় মোট ভাট কেন্দ্র (স্থায়ী)রয়েছে মোট ৮৮টি। এতে পুরুষ ভোটার এক লক্ষ ৫১ হাজার " ২৮ জন, মহিলা ভোটার এক লক্ষ ৫৩ হাজার চার"শ ৬৩ তৃতীয় লিঙ্গঁ (হিজড়া ০১জন)সহ মোট ভাটার সংখ্যা তিন লক্ষ চার হাজার ৯ শ" ৯২ জন। ভোটার কেন্দ্র পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ও পিআইও শওকত জামিল প্রমুখ। এ সময় পরিদর্শন টিমকে সার্বিক সহযোগীতায় ছিলেন মির্জা ফখরুল ইসলাম সিনিয়র ষ্টাফ উপজেলা নির্বাচন অফিস সরিষাবাড়ি।