মতিউর রহমান, সরিষাবাড়ি (জামালপুর) থেকে:
চলতি আমন মৌসুমে দেশের অন্যান্য জেলা-উপজেলার মতোই জামাপুরের সরিষাবাড়ি খাদ্য নিয়ন্ত্রন ও খাদ্য অফিসের মাধ্যমে সরকারী ভাবে ধান চাল ক্রয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্তিবার বিকেলে উপজেলা নবাগত নির্বাহি অফিসার তাসনিমুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৫-২৬ ইং অর্থ বছরে আমন মৌমুমের ধান চাল ক্রয় শুভ উদ্বোধন করেন বলে জানা যায়।
সুত্র জানায়,উপজেলা খাদ্য কর্মকর্তা শামসুল হক এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক আশিশুল (খাদ্য গুদাম) এর সার্বিক সহযোগীতায় ধান চাল ক্রয় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনূপ সিংহ। এ সময় উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল কাদের ও উদ্বোধনি দিনে সরকারি মূল্যে ধান বিক্রি করতে আগ্রহি কতিপয় কৃষক উপস্থিত ছিলেন। এ বছর প্রতি কেজি ধান ৩৪-/টাকা এবং ৫০-/ দরে প্রতি কেজি চাল ক্রয় করা হবে বলে জানা গেছে। সরকারী ভাবে ফেব্রুয়ারী /২৬ শেষ সপ্তাহ পর্যন্ত ধান চাল ক্রয় করা হবে জানা গেছে।