
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
যদি ফেরৎ চাহো মোর থুৎনি পরে কালো তিল
এসো ফিরে মোর কাছে হয়ে সাদা-কালো গাংচিল!
তোমার অবয়ব খানি, হৃদয় আয়না জানি, আছে ম-ম স্মৃতি পটে
ভুলে কেমনে যাই, আছেন উপরে সাক্ষী সাই, মনো স্মৃতি ধরে রেখেছে বটে!
কেমন করে, অন্য কারো হাত ধরে, আজ যাও মিরপুর লেকে
সে-ই বকুল মালা বেচা, মেয়েটা আছে হাঁচা, অন্য কারে দেখে নাহি বকে?
সে-তো ডাকতো আমায় ‘মেম সাহেব’ ব’লে, হয়তো ভুলে
জানতোনা সে, তোমার কিশতি বাধা থাকেনা কভু এক ঘাটে!
কত আদরে, স্নেহ ভরে, বোটানিক্যাল গার্ডেনের ‘মাজু মাসি’ তাঁর ঝুপড়ি দিতো ছেড়ে
আমরা দু’জন, করতে কুজন, পেলাম ঘরখানা শত প্রেমিকের ভিড়ে!
সে-ও কি আজ খোঁজে না আমায়, অন্য জানানা সাথে নিলে
কত কইমাছ দুপুরে খাওয়া তো, যত্নে তিলে তিলে!
ভাবতে মাসি, ঘন্টা তিন পর আসি, দু’জন কত মোরা খুশি
হাসতেন মিটি মিটি, দেখতেন চিমটি কাটি, বুঝতো না সে, অশ্রু মুছে আছি বসি!
কত জোরাজুরি, বিয়ে বিয়ে করি, কেবল তারিখ যায় পিছে
দেহ ভোগ ছাড়া, নারী যৌবন কাড়া, ভালোবাসার আশা মিছে!
আজ-ও অঙ্গে লেগে আছে আগ্নেয়গিরির উদগ্রীত লাভার নির্জাস
আশাহত হয়ে, বিছানায় শুয়ে, বেঁচে আছি যেন মরা লাশ!
পুড়ে যায় হৃদয়, হলে না সদয়, নারী কেন সংসার চায়
কেড়ে নিছো সব, বিহগীর কলরব, নিস্তব্ধ পাথর হয়ে গেছে ক্ষয়!