
মোঃ জাবেদুল ইসলাম
এই দেশ আমার,
এই সবুজ আমার।
এই ফসলের মাঠ,
সোনালী ধান ক্ষেত,
টকটকে লাল সূর্য।
ফুল ফল প্রজাপতি
সব কিছু আমার।
নীল আকাশে মেঘ,
আকা বাঁকা নদী।
মেঠো সরু আলপথ,
বলাকার ঝাঁক।
বাবুই,ময়া টিয়া দোয়েল,
আর কোকিলের গান।
আউল বাউল ভাটিয়ালি,
জারি সারি মারফতি
মুর্শিদি কতো গানের সুর
বাজে আমার প্রিয় দেশে।
সেই দেশের নাম রক্ত
দিয়ে লেখা বাংলাদেশ।
এই দেশ আমার, এই
মাটি আমার প্রিয় মা।