
মোঃ জাবেদুল ইসলাম
কলম সৈনিক সেই মনি,
সৎ সাহসী তাহা জানি।
ভয় করে না কোন কিছু,
অন্যায়কে নেয় না মানি।
সত্যের সন্ধানে বেড়ায় ছুটে,
সমাজে তাহা তুলে ধরে।
নানা প্রতিকূলতা ডিঙিয়েও
কাগজে তাহা প্রকাশ করে।
অনিয়ম আর দুনীতি দুর্দিন,
আনবে ফিরে সেই সুদিন.
অনাথ এতিম অসহায়দের,
শোধ দিবে মনি আপা ঋণ।