
নিজস্ব প্রতিবেদক:
মাথাল মার্কার প্রার্থী মুনীর চৌধুরী সোহেল
৫ ডিসেম্বর শুক্রবার বেলা ১২টায় খুলনা রাইটার্স ক্লাবের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক ও লেখকদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, জেলা আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল। এসময় সংসদ সদস্য প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা যুগ্ম সদস্য সচিব ও খুলনা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আল আমিন শেখ। মতবিনিময়কালে খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল বলেন, রাজনীতিবিদরা যেমন জনগণের কাছে দায়বদ্ধ ঠিক তেমনি লেখক-কবি-সাহিত্যিকরাও জনগণের কাছে দায়বদ্ধ। শিল্প-সাহিত্য-সংস্কৃতির চর্চা যদি গণমানুষের না হয়ে শাসকদের স্বার্থরক্ষা বা তুষ্ট করার সাহিত্য তৈরি হয় সেই সাহিত্য কিছুদিনের জন্য সস্তা জনপ্রিয়তা পায়। এই সাহিত্য টেকসই বা স্থায়িত্ব লাভ করে না। সস্তা এই শিল্প-সাহিত্য গণমানুণের স্বার্থের হয় না। মতবিনিময় সভায় মুনীর চৌধুরী সোহেল বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিলো মানুষের মৌলিক চিন্তার পরিবর্তনের ফল। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্র উন্মুক্ত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা রাইটার্স ক্লাব এর সভাপতি সুরঞ্জন রায়, প্রতিষ্ঠাতা ডি কে মন্ডল, সাধারণ সম্পাদক শেখ হীরা, সহ-সভাপতি সিকান্দার কবীর, সহ সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার পলাশী, কোষাধ্যক্ষ অরবিন্দ মৃধা, দপ্তর সম্পাদক মোঃ রাজু আহমেদ, সদস্য নজরুল ইসলাম খন্দকার, বেনজির আহমেদ জুয়েল, মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।
এদিকে গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেলের পক্ষে প্রচার প্রচারণায় নামেন তার কর্মীবৃন্দ। এদিন নগরীর প্রাণ কেন্দ্র শেখপাড়ায় অবস্থিত বায়তুল মামুর জামে মসজিদে বাদ জুম্মা মুসলীøদের সাথে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়। গণসংযোগে নেতৃত্ব দেন গণসংহতি আন্দোলন ২০ নং ওয়ার্ড সংগঠক কাইয়ুম শরীফ জনি ও সৈয়দ রাজিবুল রশীদ সুমন।