
ইয়াকুব আলী তুহিন, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাসপাতাল পয়েন্টে শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্যাস, পেট্রোলের দোকানসহ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি ৪টা ৩০ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে পৌঁছে যায়।
স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কিছুই কাজে আসেনি। তারা অভিযোগ করেন খবর দেওয়ার পরও সকাল ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিসকে পাওয়া যায়নি। প্রায় দেড় ঘণ্টা দেরিতে সকাল ৬টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কয়েকটি দোকানের সব মালপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। দোকান মালিকদের অনেকে বলেন, হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় তারা কিছুই বাঁচাতে পারেননি।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ তদন্তের পর জানা যাবে।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এমন পরিস্থিতিতে দ্রুত সাড়া না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।