
ইমরান আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
শুক্রবার রাত ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং এসময় সেবার মান নিয়ে রোগীদের সাথে কথা বলেন।
হাসপাতালের সমস্যা গুলো চিহ্নিত করেন এবং সমস্যা গুলো দ্রুত সমাধান করণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে তাগিদ দেন।
ইউএনও রতন কুমার অধিকারী উপস্থিত সাংবাদিকদের বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হাসপাতাল কর্তৃপক্ষকের পাশাপাশি আমাদেরকে সচেতন হতে হবে। তিনি আরোও বলেন হাসপাতালে ডাক্তার ও নার্স সংকট রয়েছে। ডাক্তার সংকট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি শ্রীগ্রই ডাক্তার সংকট নিরসন হবে।