শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিমলায় বুড়ি তিস্তা খনন প্রকল্পের বিরুদ্ধে পাঁচ গ্রামের মানুষের মশাল মিছিল মধ্যরাতে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম পরিদর্শনে ইউএনও বাংলার মাটিতে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া যাবে না- নূরুল ইসলাম সাদ্দাম দুর্নীতি বন্ধে তরুণদের শক্তিশালী করতে হবে গোয়াইনঘাটে এনসিপির মতবিনিময় সভায়- ফয়সল আহমদ গণমানুষের স্বার্থরক্ষায় রাজনীতিবিদদের পাশাপাশি লেখকরাও দায়বদ্ধ- মুনীর চৌধুরী সোহেল সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা প্রদান জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কবিতাঃ এই দেশ আমার কবিতাঃ অবুঝ জানানা! সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিদেশ যাত্রা সফলের লক্ষ্যে সাংবাদিক জিয়ার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

সৎ সাহসী কলম-সৈনিক, কবি-সাংবাদিক নেতা: আহমেদ হোসাইন ছানু

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮ Time View

 

এস.এম. সাইফুল ইসলাম কবির

এক আলোকিত বাংলাদেশ গড়ার সংগ্রামী স্বপ্নশিল্পী

তাঁকে দেখা যায় কখনো কলমের নীরব শব্দহীন লড়াইয়ে, কখনো মানবতার ডাক নিয়ে ছুটে যাওয়া পথে; কখনো প্রচ্ছদে সম্পাদক হিসেবে, আবার কখনো সংগঠকের মঞ্চে দাঁড়িয়ে লড়াকু কণ্ঠস্বর হয়ে। যিনি শব্দের মাধ্যমে সত্যের অস্ত্র ধারণ করেন, আর মানুষের স্বপ্নকে নিজের স্বপ্ন হিসেবে আঁকড়ে ধরে পথচলা অব্যাহত রাখেন—তিনি সাংবাদিক আহমেদ হোসাইন ছানু, আজকের জনকথা এবং জাতীয় অনলাইন দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক-প্রকাশক, আলো মিডিয়া পরিবারের চেয়ারম্যান, একজন নিবেদিতপ্রাণ কলামিস্ট, কবি এবং সাহসী সাংবাদিকনেতা।

শুরুটা ছিল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে

আহমেদ হোসাইন ছানুর সাংবাদিকতার শুরু অন্যরকম। তিনি সাংবাদিকতা শেখার জন্য কাগজ-কলম নিয়ে শুধু খবরের নেপথ্যে যাননি, বরং মানুষের জীবনের নেপথ্যে নেমে গিয়েছিলেন। রাস্তার অসহায় ক্রন্দন, নির্যাতিত মানুষের চিৎকার, দুর্নীতির অন্ধকার, বঞ্চিতদের নিঃস্ব কান্না—সবকিছু তাকে বদলে দিয়েছে।

তাই তার সাংবাদিকতা কেবল সংবাদমুদ্রণ নয়; সত্য প্রকাশের আপসহীন প্রতিজ্ঞা।

সম্পাদক হিসেবে তাঁর মূল দর্শন: সত্য, মানবতা ও দায়িত্ববোধ

আজকের জনকথা ও আজকালের আলো—এই দুই সংবাদমাধ্যমের প্রতিটি শব্দ যেন তাঁর দায়িত্ববোধের সাক্ষ্য বহন করে। খবর প্রকাশের ক্ষেত্রে নির্ভীক অবস্থান, অনুসন্ধানী সাহস এবং মানবিকতা-নির্ভর নীতিতে তিনি অনড়। সংবাদ সম্পাদকীয়তে তিনি বারবার বলেছেন—

> “সাংবাদিকতা কারও বিরুদ্ধাচারণ নয়, এটি মানুষের পক্ষে দাঁড়ানোর সাহস।”

 

সত্য প্রকাশের এই যুদ্ধে তিনি কখনো নতি স্বীকার করেননি। যে কোনো অন্যায়, অনাচার, দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তাঁর কলম প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওঠে।

কবিতায় মানুষ, কলামে সমাজ-বাস্তবতা

আহমেদ হোসাইন ছানু শুধু সাংবাদিক নন, তিনি শব্দশিল্পী। তাঁর কবিতায় ফুটে ওঠে জীবনবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক ভালোবাসা, তীব্র প্রতিবাদ এবং নিপীড়িত মানুষের স্বপ্ন।

যে কণ্ঠে তিনি কবিতা লিখেন, সেই কণ্ঠেই তিনি কলামে শাসকের অহংকার ভেঙে দেন। তাঁর কলাম রাজনীতি, সমাজ, নীতি-নৈতিকতা, মানবাধিকার, সাংবাদিক দুর্দশা, যুবসমাজ এবং রাষ্ট্রের মৌলিক প্রশ্ন নিয়ে নির্ভীক বিশ্লেষণ করে।

> “সমাজ বদলায় কলমের সাহসে, আর কলমের শক্তি আসে মানুষের সত্যিকারের যন্ত্রণায়।”
এই দর্শনই তাঁকে গড়ে তুলেছে একজন সাহসী কলামিস্ট হিসেবে।

 

সাংবাদিকনেতা: দুর্নীতিমুক্ত মিডিয়া কাঠামোর লড়াইয়ে আগুনের শিখা

বাংলাদেশের অনেক সাংবাদিক আজও নির্যাতন, অর্থনৈতিক দুরবস্থা, চাকরির অনিশ্চয়তা ও আইনি ঝুঁকির ভেতর দিন কাটান। এই বাস্তবতায় আহমেদ ছানু সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার হয়ে উঠেছেন। তাঁর বক্তব্য পরিষ্কার—
📌 সাংবাদিকেরা জাতির চোখ, চোখে পর্দা পড়লে দেশ অন্ধ হয়ে যায়।

তিনি শুধু লেখনী নয়; সংগঠন, সচেতনতা, নীতিমালা, নিরাপদ আইনি কাঠামোর দাবিতে নিয়মিত প্রচার, সেমিনার, ব্যক্তিগত প্রচেষ্টা—সব ফ্রন্টে সংগ্রাম করে যাচ্ছেন।

আলো মিডিয়া গ্রুপ পরিবার: প্রশিক্ষণ, সততা ও দায়িত্ববোধের বিদ্যালয়

আহমেদ হোসাইন ছানুর নেতৃত্বে গড়ে ওঠা আলো মিডিয়া গ্রুপ পরিবার এখন শুধু একটি সংগঠন নয়; এটি এক উদ্যমী সাংবাদিকতার প্রশিক্ষণ কেন্দ্র। নতুন প্রজন্মের সাংবাদিকরা এখানে পাচ্ছেন নৈতিকতা, প্রযুক্তি, অনুসন্ধানমূলক সাংবাদিকতা এবং মানবাধিকার সাংবাদিকতার সমন্বিত বাস্তব শিক্ষা।

এখানে সাংবাদিকতা শেখানো হয়—

> শুধু মাইক্রোফোন হাতে নয়, মানুষের পাশে দাঁড়িয়ে।

 

সমাজসেবার পথেও উজ্জ্বল তাঁর মানবিক উপস্থিতি

মানুষের হাসি, খাদ্যবঞ্চিত শিশুদের মুখে একমুঠো খাবার পৌঁছে দেওয়া, অসুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানো, মাদকাশক্তি বিরোধী প্রচারণা, কিশোর অপরাধ সচেতনতা, দুর্যোগে মানবিক সহায়তা—তার মানবসেবার পরিধি বিস্তৃত। তিনি বিশ্বাস করেন ‘‘যে সাংবাদিক মানুষের পাশে নেই, সে সমাজের বিবেক নয়।’’

কেন তিনি ব্যতিক্রম?

🔹 সংবাদ নয়, সত্যকে প্রচার করেন
🔹 ক্ষমতার কাছে মাথা নত করেন না
🔹 মানবতার সংবাদকে অগ্রাধিকার দেন
🔹 দুর্নীতিমুক্ত সাংবাদিক সমাজের স্বপ্ন দেখেন
🔹 নতুন প্রজন্মকে দক্ষ করে তুলছেন
🔹 কবিতায় ও কলামে জনমানুষের কণ্ঠস্বর

সমাপনী কথা: তিনি শুধু একজন নাম নন—একটি মানদণ্ড

আজকের মিডিয়া বাস্তবতায় যেখানে সত্য প্রায়শই চাপা পড়ে স্বার্থের ভেড়াজালে, সেখানে আহমেদ ছানুর মতো বীরত্ববান, নীতিবোধের ধারক সাংবাদিকদের প্রয়োজন আরও বেশি। তাঁরা সত্য ও স্বাধীন সাংবাদিকতার বাতিঘর, সমাজ-রাষ্ট্রের মননশিল্পী, একজন আলোকময় পথ প্রদর্শক।

আহমেদ হোসাইন ছানু তাই শুধু সম্পাদক নয়—
তিনি সত্যের সৈনিক, মানবতার শিক্ষক, সাহসের অগ্নিশিখা।

বাংলাদেশের সাংবাদিকতা তাঁকে নিয়ে গর্ব করে।

এস.এম. সাইফুল ইসলাম কবির চেয়ারম্যান জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি ঢাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102