কলমেঃ মোহাম্মদ সহিদুল আলম
ভালোবাসার রঙ হয় না, অগণিত প্রকাশ আর প্রকার। ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত কম বেশি সবাই ভালোবাসার কাঙাল!
ভালোবাসা পেলে বনের পশুও হার মানে। হার মানে না শুধু রুপে গুণে গুণান্বিত মানুষ রুপী অমানুষ!
সমাজে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অগণন! বিপদে, কেহবা পেটের দায়ে, কেহবা আবার সামাজিকতা রক্ষার্থে ভালোবাসার রঙ পাল্টাই!
বিধাতার অদ্ভুত সৃষ্টি ভালোবাসা, বৃদ্ধ বয়সেও হাহাকার, একটু ভালোবাসার। পিতা-মাতার ভালোবাসা অতুলনীয়! শুধু সময় বদলে যায়।
দুঃখজনক হলেও সত্য! সুবিধা বা সামাজিকতা রক্ষার্থে আসল জন্মদাতা ভুলে গিয়ে অন্যকে ডাকেন পিতা মাতা।
সব ভালোবাসায় গন্ডগোল হলেও হয়ে যায়, গর্ভধারিনী মা আর জন্মদাতা পিতা'র ভালোবাসা বদলায় না।