নিজস্ব প্রতিবেদক:
গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির উদ্যোগে ৬ডিসেম্বর শনিবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে এক নির্বাচনী ও প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা যুগ্ম আহবায়ক টিপু সুলতান এবং সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী। সভায় বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, জেলা আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল, জেলা যুগ্ম সদস্য সচিব ও খুলনা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আল আমিন শেখ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, খুলনা নাগরিক সমাজ এর সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, আবৃত্তি স্কুলের সভাপতি সংস্কৃতিকর্মী আফরোজ জাহান চৌধুরী, নারী প্রতিনিধি মারিয়াম রিনু, সচেতন জনগণের প্রতিনিধি শাহেদ শুভ, কবীর হোসেন বাবু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য সাগর চ্যাটার্জী, ২০নং ওয়ার্ড সংগঠক কাইয়ুম শরীফ জনি, মিহির বিশ্বাস, শামীম শাহজাহান জুয়েল, শেখ মেহেদী হাসান, সৈয়দ রাজিবুল রশীদ সুমন প্রমুখ। সভার শুরুতে নাগরিকদের সাথে খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল এবং খুলনা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আল আমিন শেখ পরিচিত হন। মতবিনিময় সভায় নাগরিক নেতৃবৃন্দ জাতীয় রাজনীতি, মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান, শিল্প-সংস্কৃতি, শিক্ষা, নিরাপদ স্বাস্থ্য, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের প্রকৃত উন্নয়ন, সংকট, সম্ভাবনা সম্বন্ধে মতামত দেন।
সভায় খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল বলেন, ফ্যাসিবাদী শাসন উচ্ছেদে জুলাই গণঅভ্যুত্থান কার্যকর শক্তি ছিলো। অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার প্রধান ক্ষমতাচ্যুত হয়েছেন। দেশ থেকে বিতাড়িত হয়েছেন। তবে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানসহ সরকারী কার্যালয়ে ফ্যাসিবাদী বিধিব্যবস্থা বিদ্যমান তা এখনো উচ্ছেদ হয়নি। সাংবিধানিক সর্বোচ্চ ক্ষমতাকে কুক্ষিগত করে রাষ্ট্রের সকল ধরনের প্রতিষ্ঠানকে পকেটে পুরে সাধারণ জনগণের ওপর অত্যাচার-নিপীড়ন-নির্যাতন চালিয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হলে কেবল সরকার পরিবর্তন নয়, শাসনতান্ত্রিক ব্যবস্থা ও সংবিধানের স্বৈরাচারী ও অগণতান্ত্রিক ক্ষমতাকাঠামো উচ্ছেদ করতে হবে।