জেসমিন আকতার মনি, রংপুর জেলা প্রতিনিধি:
রংপুর সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের নিউ জুম্মা পাড়া পাকার মাথার বাসিন্দা মৃত আনছার আলী ও মৃত আনোয়ারা বেগমের ছেলে বুলেট মিয়া (৪২) দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছেন। অসুস্থতার কারণে উপার্জনের একমাত্র পেশা কাঁচামালের ক্ষুদ্র ব্যবসাটি তাকে ছেড়ে দিতে হয়েছে দুই বছর আগেই। শুধু কি তাই? এক মেয়ে ও এক ছেলের বাবা দরিদ্র বুলেট মিয়া ডাক্তারের পিছে পিছে ঘুরে আজ নিঃস্ব। মৃত্যু তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। অথচ বাঁচার কত আকুতি তার!
চিকিৎসকগণ পেটের টিউমার ক্যান্সারে আক্রান্ত বুলেট মিয়াকে দ্রুত থেরাপি দেয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রয়োজন দেড় থেকে দুই লাখ টাকা, যা অসহায় পরিবারটির পক্ষে যোগাড় করা কোন মতেই সম্ভব নয়। পরিবারে কর্মক্ষম কেউ না থাকায় অসুস্থ হওয়ার পর থেকেই তার পরিবারের আয় উপার্জন বন্ধ রয়েছে। ঋণ করে একদিকে চিকিৎসা খরচ অন্যদিকে সাংসারিক খরচ চালাতে গিয়ে এখন দিশেহারা বুলেট মিয়ার পরিবার।
তাই তার সুচিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি, তার স্ত্রী ও ছেলে-মেয়ে। আমরা যদি সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, তাহলে অতি শীঘ্রই তিনি সুচিকিৎসা পাবেন বলে আশাবাদী। সকলের সহযোগিতায় ফিরে পেতে পারেন তিনি স্বাভাবিক জীবনের পথচলা। মানুষ মানুষের জন্য। তাই সবাই একটু সাহায্যের হাত বাড়ান- প্লিজ।
ক্যান্সার আক্রান্ত বুলেট মিয়ার মোবাইল নাম্বার:
01786-823061 (নগদ)
01744-234128 (বিকাশ)