
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শনিবার(৬ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত জামায়াতে ইসলামী বলধারা ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলার বলধারা ইউনিয়ন পরিষদ মাঠে ফ্রী হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উক্ত হেলথ ক্যাম্পেইনে মেডিসিন ও গাইনী প্রায় ২ শতাধিক রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক,বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ও মানিকগঞ্জ -২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ.জাহিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিংগাইর থানা ভারপ্রাপ্ত আমির হাফেজ মুফতি ওয়ালিউল্লাহ বিন সিরাজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।