নিজস্ব প্রতিবেদক:
গাজী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক মানবসেবী ও সঙ্গীতশিল্পী ডা. গাজী মিজানুর রহমানের ৭০তম জন্মদিন সাগৌরবে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দেশের খ্যাতিমান জাদুশিল্পী ব্রাইট স্টার এন সায়মন–এর মনোমুগ্ধকর ম্যাজিক শো। প্রায় এক ঘণ্টাব্যাপী জাদু পরিবেশনার মাধ্যমে তিনি দর্শকদের মুগ্ধ করেন এবং পুরো অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলেন। ব্যান্ড শোয়ের আগমন থাকলেও ম্যাজিক পরিবেশনই অনুষ্ঠানে বাড়তি রঙ যোগ করে।জন্মদিনের এই মহাউৎসব উপভোগ করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কেক কাটা ও মিষ্টিমুখের মাধ্যমে আনন্দঘন মুহূর্তগুলি ভাগ করে নেন সবাই।শেষে ডা. গাজী মিজানুর রহমান উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে তাঁর ৭০তম জন্মদিন উপলক্ষে সকলের দোয়া কামনা করেন। সৌহার্দ্য, আনন্দ ও শ্রদ্ধার আবহে জন্মদিনের এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়।