
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
৭ ডিসম্বার রোববার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গ্রাড়াগ্রাম নতুন টেপারহাট এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে ঢেউটিন প্রদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দেশ গরিব নয়, গরিব বানিয়ে রাখা হয়েছে
এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশের সম্পদ অপচয় না হয়ে সঠিকভাবে ব্যবহৃত হলে বাংলাদেশ আজ আরও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো।
তার ভাষায়
আগে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যদি দেশ গরিব হতো, এত টাকা পাচারের সুযোগই থাকত না। দেশ গরিব নয়, দেশকে গরিব মনে করিয়ে রাখার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে সৎ নেতৃত্ব ক্ষমতায় এলে দেশের তরুণদের বিদেশে কাজের জন্য ছুটতে হবে না, বরং একসময় বিদেশি কর্মীরাই বাংলাদেশে আসতে বাধ্য হবে।
দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার
জামায়াতে ইসলামীর মানবিক কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, দলটি বরাবরই বিপর্যয়ের মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মানবতার সেবা কেবল স্লোগান নয়; সামর্থ্য অনুযায়ী মানুষের দুঃসময়ে সহযোগিতা করা আমাদের ঈমানের অংশ বলেন তিনি।
গত ৫ অক্টোবর ঘূর্ণিঝড়ে কিশোরগঞ্জের প্রায় ১০টি গ্রামের ছয় শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিগ্রস্তদের সহযোগিতার উদ্দেশ্যে উপজেলা জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।
নির্বাচন, গণভোট ও রাজনীতি প্রসঙ্গ
আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন
আমরা শুধু ভোট এলেই মানুষের কাছে আসি না। সীমিত শক্তি নিয়েও মানুষের সেবা করি।
তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমেই দেশ পরিচালনার সুযোগ আসে। ইসলামী নীতিতে দেশ পরিচালিত হলে সব সম্প্রদায়ের মানুষই উপকৃত হবে বলে দাবি করেন তিনি।
একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনকে ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে তিনি নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের পক্ষে মত দেন।
সম্প্রীতি ও নারী ইস্যুতে ব্যাখ্যা
অমুসলিমদের নিরাপত্তা ইস্যুতে তিনি বলেন
দেশে আমরা থাকায় অমুসলিমরা সবচেয়ে নিরাপদ পরিবেশে আছেন।
নারী অধিকার প্রসঙ্গে তিনি অভিযোগ নাকচ করে বলেন
নারীদের ঘরে আটকে রাখতে চাই এমন ধারণা মিথ্যা। ইসলাম নারী-পুরুষ উভয়ের মর্যাদা রক্ষা করে।
জামায়াত প্রার্থীকে সমর্থনের আহ্বান
অনুষ্ঠানে নীলফামারী জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন,
আমাদের প্রার্থী হাফেজ মুনতাকিম নির্বাচিত হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রাষ্ট্রীয় সহায়তা পাবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।