প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৪:৩৭ পি.এম
কটিয়াদীতে দ্রুতগামী নসিমন গাড়ি উল্টে নিহত ১ ও আহত ১

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ইঞ্জিন চালিত নছিমন গাড়ি উল্টে ঘটনাস্থলেই একজন নিহত ও চালক আহত হয়েছে। সোমবার ৮ই ডিসেম্বর বিকেলে কটিয়াদী বেতাল রোডের হেলিপ্যাড সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় নসিমনে থাকা হাসান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে একই উপজেলার মসূয়া ইউনিয়নের পং মসুরা গ্রামের রমজানের ছেলে। নছিমনে থাকা আহত চালক সিয়াম (১৮)আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেতাল থেকে দ্রুতগামী নছিমন গাড়িটি কটিয়াদী আসার পথে তেঁতুলতলা সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দেখে, হঠাৎ নসিমন গাড়িটির ব্রেক কষলে, সাথে সাথেই নসিমনটি উল্টে যায়। এ সময় নসিমনের পিছনে বসা হাসান ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং আহত চালক সিয়াম কে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সৈয়দ মেহেদী হাসানকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং চালক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।
প্রধান উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। প্রধান সম্পাদক: শাহিদা আক্তার তন্নি। সম্পাদক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। অফিস: মতিঝিল ঢাকা-১০০০ 01715-907221 ইমেইল:ajkaleralo@gmail.com