
কলমেঃ সোনালী বসু
যদিও হয়না এখন আগের মতো খুঁনসুটি!
একদিন প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি ও,
মনের মিতালীতে আমাদের দুটি হৃদয়ের স্পন্দন এক হৃদয়ে ধ্বনিত হবে আজীবন,
সেকথা ছিলো শুধুই তোমার কথার কথা,
এতদিন পরে তার কথার উত্তর খুঁজে ফেরে মন,
কেন আজও তুমি অভিমানের রেশমী সুতোয় বোনা কোলাহল হও আমার নির্জনতায়?
আমার একলা চলার পথে ছায়াসঙ্গী মনে হয় তোমাকে এ অবেলায়,
শত চেষ্টা করেও মোছা যায়না পুরনো স্মৃতির দাগ!!
ভুলতে গিয়ে ও দেখি হৃদয়ের নন্দন কাননে,
শৈল্পিক বৃত্তায়নে কবিতার ছন্দমালায় তুমি,
শুনি তোমার চরণের ধ্বনি নিভৃতে বসি একাকী,
খোলা জানালায় ফিরে আসো দখিনা বাতাস হয়ে গভীর থেকে গভীরতম প্রেম হয়ে,
কেন তুমি অধরা স্বর্ণমৃগ রাতের জ্যোৎস্নামথিত চুপকথা হও হৃদয়ের উতল মায়ায়?