কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
বলছি মিনতি করে, বিরহ কাতর স্বরে, পেলাম না তোমায়
ধরলে না একজনের ভালোবাসা, অবহেলায় জমায়!
কবিতায় কত কবির ছন্দে, রূপ-যৌবন নিয়ে এলে
স্রোতস্বিনী নদীতে কলসি নিয়ে, কতবার তুমি গেলে!
বৃষ্টি হয়ে কোন নর্তকীর নূপুর ছন্দে, ঝরলে অবিরত
আমি প্রেম-নিবেদনে অশ্রুপাত করলাম কত-শত,
আউল বাউল গাড়োয়ান, রাখালের বাঁশি সুরে তুমি উচ্ছল
আমি তোমায় জীবন সাথী হতে চাইলে মন দ্বারে দাও আগল!
তুমি গোলাপ কুঁড়ির পরাগ রেণু হয়ে উড়লে বাতাসে
শিশির ফোঁটা হয়ে ঝরলে সারা নিশি, আমার আঙ্গিনায় দুর্বা ঘাসে!
যদি হলে শীত মানুষের শীতল বুকের উষ্ণ তাপ
হতে যদি আমার, এ হতভাগা কলম কামড়ানো কবির, কি'বা হতো পাপ?
তুমি দু’পায়ে মাড়িয়ে গেলে প্রণয় তার, উমত্ত তোমা যে কবি
সে সারা দিবানিশি আঁকে তোমার, 'মোনালিসা' ভেবে ছবি!