জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসলে নেমে হাসিনা বেগম (২৫) নামের এক গৃহবধু নিখোঁজ রয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীনগর গ্রামের আমিনুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, ৮ ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশে কুশিয়ারা নদীঘাটে গোসল করতে নামেন গৃহবধু হাসিনা বেগম। তিনি গোসলে নেমে নদীর পানিতে ডুব দিলেও আর ভেসে উঠেননি। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে জালসহ বিভিন্নভাবে উদ্ধার তৎপরতা চালানো হলেও তার কোন সন্ধান মিলছে না। ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম জানান, দুপুরে কুশিয়ারা নদীঘাটে গোসল করতে নেমে নিখোঁজ গৃহবধুর সন্ধান এখনো মিলেনি।