
ভারত সংবাদদাতা:-
স্বরূপনগর: ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বালকী গ্রাম থেকে প্রকাশিত হয় ইসলামী সাহিত্য পত্রিকা মোঃ মফিজুর রহমান সম্পাদিত মদীনার জ্যোতি। ৭ই ডিসেম্বর রবিবার বিকেলে স্বরূপনগর ওসিয়া হাই মাদ্রাসার (শাঁড়াপুল হাই মাদ্রাসা) অডিটোরিয়াম হল থেকে প্রকাশিত হলো চতুর্থ বর্ষের, চতুর্থ সংখ্যা। উক্ত পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব কাসেম আলি সাহেব। প্রধান অতিথির আসন অলংকৃত করেন আলহাজ্ব ড. মোস্তাফা আব্দুল কাইয়ুম সাহেব। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন বালকী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শাহাদাত হোসেন, সহশিক্ষক আলহাজ্ব এ.কে. শাহজাহান, উপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালী, সাইদুর রহমান প্রমুখ। অতিথিবৃন্দ ইসলামী সাহিত্যের দিকদর্শন, সামাজিক অবক্ষয় ও ইসলামের চিন্তাধারা, বাংলা সাহিত্যে মুসলিম কবিদের অবদান এবং মানব জাতির কল্যাণের উপর আলোকপাত করে।
উদ্বোধনী কেরাত পরিবেশন করেন আব্দুল সাত্তার গাজী এবং গজল পরিবেশন করেন শিশুশিল্পী জাকিয়া সুলতানা ও রমজান আলী। ইসলামী নজরুল সংগীত পরিবেশন করেন জয়া দাস ও অনিল প্রসাদ ঘোষ। ইসলামী সাহিত্য বিষয়ক আলোচনা এবং গজল পরিবেশন করেন সাধারণ সম্পাদক আনারুল হক, সহসম্পাদক সরবত আলি মণ্ডল, কোষাধ্যক্ষ মোঃ রেজাউল মণ্ডল, কোষাধ্যক্ষ সিকান্দার আলি, শাহাজাহান মণ্ডল সহ আরও অনেকে।
“মদীনার জ্যোতি” পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে প্রকাশিত হয় মোঃ মফিজুর রহমানের প্রবন্ধ গ্রন্থ “শৈল শহর দার্জিলিঙে দু’দিন” এবং সিকান্দার আলির “জেদ্দা সফর ও শুদ্ধি” নামক গ্রন্থ। আখেরি মোনাজাত করেন আলহাজ্ব কাসেম আলি সাহেব। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার সভাপতি মাকফুর রহমান।