
কলমেঃ পুষ্পিতা হক
তোমার জন্য আমার কাঁধ
সব সময় ফাঁকা থাকবে সোনা,
তুমি শুধু একটু করে চিনে নেবে
তোমার মায়ের কাঁধের কোনা।
মা হয়নি তবুও মাতৃত্ববোধের মায়ার আঁচলে প্রতিনিয়ত আকৃষ্ট আমি,
আমার মায়ের মতন করেই তোমায় আমি আগলে রাখবো তা আমি জানি।
তুমি আমায় ভালবাসবে তো আমি যেরকম ভালবাসতাম আমার মাকে?
তাহলে সেই ভালোবাসা দিয়েই দুষ্টু
করে চুমু দিয়ো আমার নাকে।
কোনভাবেই তুমি আমার মাঝে,
বা দেহে জড়িত নেই সোনা,
তবুও মাতৃত্ববোধ আমাকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে করছে আনাগোনা।
হয়তো বোঝা বইতে বইতে তোমার মায়ের কাঁধ হয়ে থাকবে কিছুটা লাল,
তবু সেই কাঁধে সর্বদা জায়গা পাবে আদর মাখানো তোমার নরম গাল।
আমি বৃদ্ধে উপনীত হলে, শুধু
তোমার কাঁধে জায়গা দিও আমায়,
যেভাবে ছোটবেলায় আমি দিয়েছিলাম আমার কাঁধের জায়গাটা তোমায়।