
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সমাজসেবা ও জন্মভূমি ইনাথ নগর গ্রামের অসহায় মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত ইনাথ নগর গ্রামবাসীগণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন তাঁদের বহু প্রতীক্ষিত “ইনাথ নগর ওয়েলফেয়ার ট্রাস্ট”। দীর্ঘ পাঁচ বছরের পরিকল্পনা ও নিরলস প্রচেষ্টার ফসল এই ট্রাস্টের শুভ উদ্বোধন হয় গত শুক্রবার(৫ই ডিসেম্বর)।
এই ট্রাস্ট গঠনের মাধ্যমে যুক্তরাজ্যের সকল প্রবাসী ইনাথ নগরবাসী মিলে গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার এবং গ্রামের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সমাজের সকল অসহায় মানুষকে সহযোগিতা করার মাধ্যমে সুযোগ সুবিধা প্রদানের জন্য একত্রিত হয়েছেন।
২০১৯ সালে যুক্তরাজ্যের লিডসে অনুষ্ঠিত ইনাথ নগর গ্রামবাসীর এক গুরুত্বপূর্ণ সভায় সর্বপ্রথম এই ট্রাস্ট প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী ওলিউর রহমান-কে প্রতিষ্ঠাতা সভাপতি এবং আব্দুল করিম (লিডস)-কে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ পথচলায় নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে অবশেষে এই কমিটি তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হলো।
নবগঠিত এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওলিউর রহমান এবং সাধারণ সম্পাদক হলেন আব্দুল করিম (লিডস্)। অতিসত্ত্বর গ্রামবাসী মিলে আলোচনা সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সদস্য সংগ্রহ কাজ শুরু হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রতিকূলতা সত্ত্বেও লক্ষ্য অর্জনের কথা উল্লেখ করে বলেন, আল্লাহর অশেষ রহমতে সমস্ত বাধা অতিক্রম করে আমরা আজ আমাদের প্রিয় গ্রাম ইনাথ নগরের বাসিন্দাদের কল্যাণে এই ট্রাস্টের উদ্বোধন ঘোষণা করতে পেরেছি।
ইনাথ নগর ওয়েলফেয়ার ট্রাস্ট গঠনের প্রধান উদ্দেশ্য হলো গ্রামের সার্বিক সামাজিক উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। এই ট্রাস্টের মাধ্যমে গ্রামের অসহায় ও দুস্থদের সাহায্য করা হবে, প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে মানুষের ক্ষুধা ও গৃহহীনতা রোধে কাজ করা হবে, গ্রামের যুবসমাজের জন্য শিক্ষা ও বিনোদনের সুযোগ সৃষ্টি করা হবে এবং গ্রামবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং সহযোগিতা বৃদ্ধি করা হবে।
ট্রাস্টের সভাপতি ওলিউর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল করিম গ্রামের প্রতিটি বাসিন্দাকে এই মহৎ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। তাঁরা মনে করেন, ১৮ বছর ও তদূর্ধ্ব সকল গ্রামবাসী একজোট হয়ে ট্রাস্টের সদস্যপদ গ্রহণ করলে সমাজের সবচেয়ে অভাবী এবং পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করা আরও সহজ ও ফলপ্রসূ হবে।
এই ট্রাস্টের মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী ইনাথ নগরবাসী তাঁদের জন্মভূমি এবং তার জনগণের প্রতি তাঁদের গভীর ভালোবাসা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। ইনশা’আল্লাহ্, এলাকার উন্নয়নে এই সংগঠনটি সার্বিকভাবে কাজ করে যাবে।
গ্রামের সামাজিক কর্মকাণ্ডে এই ওয়েলফেয়ার ট্রাস্ট এক নতুন মাত্রা যোগ করবে এবং অসহায় মানুষের জীবনে সুযোগ-সুবিধার আলো এনে দেবে—এই প্রত্যাশা সকলের। আমরা এই সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।