দেশটা দারুণ ছেয়ে গেছে,
অরাজকতায ভীষণ।
যেথায় সেথায় মরছে মানুষ,
মানুষ মারার মিশন।
আইন আদালত মানছেনা কেউ,
টোকাই এখন নেতা।
কাকে মেরে কে খাবে তা,
হয় কাহার আগে জেতা।
পথ ঘাটে নাই নিরাপদ,
হাট বাজারেও নাই।
ঘরে ঘরে খুন খারাপি,
মরছে মানুষ তাই।
কাঁদছে মানুষ কাঁদছে শিশু,
কাঁদছে ছেলে বুড়ো।
কাঁদছে গোটা বাংলাদেশটা
অরাজকতায় পুরো।
এভাবে একটা স্বাধীন দেশ,
হতে পারে না সুখি।
আসুন সবাই এক সাথে এই,
অরাজকতা রুখি।