সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
কবি মোঃ জাবেদুল ইসলাম নদী–মানুষ–মুক্তিযুদ্ধের চেতনায় গড়া এক সাহিত্যিক জীবন ৩বারের মত ওমানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান সিআইপি” নির্বাচিত, ওমানে আনন্দের উল্লাস পাহাড়ের গ্রামে গ্রামে প্রাক বড়দিন উদযাপন শহীদ বুদ্ধিজীবী দিবসে নওগাঁর সাপাহারে আলোক প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কবিতাঃ পথ প্রহরের যাযাবর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ঘাসফুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জগৎটা কি সত্যিই মিথ্যার উপর দাঁড়িয়ে? বুদ্ধিজীবী দিবসে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি বাহার উদ্দিন বাংলাদেশ সীড এসোসিয়েশনের কার্ষকরী সদস্য নিবার্চিত

কবিরা কি পাগল?

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

কবিরা পাগল কিনা সে আলোচনার আগে বলি, ” কবি কে?” কবি সাহিত্যিক সেই ব্যক্তি যার ভাষা জ্ঞান আছে, যিনি সৃজনশীল রচনায় পারদর্শী, থিম থট ছন্দ ঠিক রেখে Verse (গাথা, স্তবক, চরণ,পদ্য, প্রবন্ধ ) তৈরি করতে পারেন! তবে কবি জীবনানন্দ বলেছেন, “সকলেই কবি নয়, কেউ কেউ কবি!

বাংলা সাহিত্যের প্রথম কবি ডঃ শহীদুললাহর মতে ” “শবরপা”, ডঃ সুকুমারের মতে, ” লুইপা। তাদের ভাষায় কবি হচ্ছেন তিনি যিনি দেশ সমাজ ধর্ম ভাষা প্রকৃতি সৌন্দর্য্য জীবনের সাথে সম্পর্কিত দূঃখ কষ্ট ভালবাসা বিরহ কষ্ট দূঃখ ইত্যাদি বিষয় নিয়ে লিখেন এবং তা হচ্ছে সাহিত্য ও কবিতা। বিংশ শতাব্দী ছিলো কবিতার রমরমা এখন রাহুকাল!
কবিতার নীতি আছে, ব্যাকরন আছে পারফেক্ট কবি/পাঠক হতে হলে নিয়মকানুন সাথে বিশ্ব ভৌগলিক অবস্থান ইতিহাস জানা অতিব প্রয়োজন।

কবিতার আদি খাদ্য হলো জীবজগত সমাজ রাস্ট্র অন্যায় অত্যাচার দারিদ্র্যতা সমাজনীতি রাজনীতি প্রকৃতি প্রেমপ্রীতি বিরহবেদনা সৌন্দর্য জীব যৌবন ঈশ্বরের সৃষ্টি ইত্যাদি।
আমি যখন কবিতা লেখা শুরু করি আমার গুরুছিলেন
ডঃ এমদাদুল হক। তিনি আমার লেখা কবিতা পড়ে বলেছিলেন, হয় নাই, ১২১ পাতার কবিতা ব্যাকরন ধরায় দিয়ে বলেছিলেন এটা ফলো করেন, একবছর লাগবে। তিন মাস পর কবিতা পড়ে বলেছিলেন, “কবিতো হয়ে গেলেন!” আজকাল এমন নেগেটিভ বলা লোক পাওয়া যায় না সবাই তেল মারা ভাষায় শিখার আগ্রহ নষ্ট করেন এবং সম্ভাবনাময় প্রতিভা কে হত্যা করে দেয়ার পরোক্ষ অপকৌশল, আতুরেই তার মেধাটা মারা যায় ! আর লেখার রেওয়াজ করেন না তিনি —– আমি সত্য বলি তার সম্ভবনা জাগ্রত রাখতে! কে শত্রু কে well-wisher এটা বোঝার লোক ও আজকাল অভাব,সবাই পজেটিভ মন্তব্য চায়, এভাবে রাজা বাদশাহ মন্ত্রী প্রধানমন্ত্রী কতজন সম্ভাবনাময়দের চাটুকরেরা শেষ করেছেন! ছিটকে গেছেন গন্তব্য থেকে শত যোজন দূরে!

কবিরা আলবাত পাগল। কবিরা কি না বলে ছাগলে কিনা খায়। আমাদের পূর্বপুরুষ রবীন্দ্রনাথ নজরুল মাইকেল রুমি খৈয়াম ইকবাল অতুল অশোক অচিন্ত্য অক্ষয় আলাওল আশুতোষ জসীমউদ্দিন সত্যন্দ্রনাথ,
সুফিয়া কামিনী — আরও মনের গভীরে শত। তাদের পরে শ্রদ্ধা রেখে এ-যুগের কবিদের বলছি, কখনও আকাশে কখনও পাতালে কখনও সমুদ্রের গভীরে কখনও নারীর কর্নিয়ায় আমাদের অবাধ বিচরন। অর্থ সর্ত ঠিক থাকলো কিনা ভাবি না, পাঠক ও তথৈবচ!
লিখলাম, ৩২ নাম্বার ধানমন্ডি ‘বঙ্গবন্ধুর’ বাড়ীতে ঢুকে প্রথম মেজর হুদা স্যুট শেখ কামাল।পাঠক ফোন করে গালাগালি, আমি কোথায় পেলাম, “মেজর হুদা স্যালুট শেখ কামাল? ” আমি যতই বলি আবার একবার পড়েন, তিনি বলেন, আওয়ামীলীগের চামচা, বেশী বুঝ, আমি বাংলায় এম এ!

একটা কবিতার অংশঃ
যে প্রেম আমি পাইনি খুঁজে
সমুদ্রের অতলে,
সে প্রেম আমায় দিয়েছে ধরা
তোমার চোখের জলে!

প্রেম খোঁজার জায়গা কি সমুদ্রের অতল —–?
আমি নিজেও কমেন্ট করলাম দারুন অনবদ্য অসাধারণ!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালবাসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102