
খুলনা অফিস:
মাথাল মার্কার প্রার্থী “মুনীর চৌধুরী সোহেল” খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, নগরবাসী আতঙ্কিত।
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, জেলা আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল আজ ৯ ডিসেম্বর বেলা ১১টা থেকে ২টা শান্তিধাম মোড়ের ডাক্তারগলি, আখতার চেম্বার, পিকচার প্যালেস মোড়, ব্যাংকপাড়া, ইন্সুরেন্স কোম্পানী, সোনাপট্টি, বই বিপণি-বিতানে গণসংযোগ, মতবিনমিয় ও প্রচারপত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন জেলা সদস্য সাগর চ্যাটার্জী, কবীর রহোনে বাবু, কাইয়ুম শরীফ জনি, জাহাঙ্গীর আলম পাটোয়ারী, সৈয়দ রাজিবুল রশীদ সুমন, সৈয়দ রাফসান জানি প্রমুখ।
গণসংযোগকালে সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব উদ্বেগজনক আখ্যা দিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানের পর ১৬ মাস অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত। অথচ খুলনায় এই ১৬ মাসে ৪৮ জনকে হত্যাসহ অরাজকতা, মব সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই যেন নিত্য নৈমিত্যিক ঘটনায় পরিণত হয়েছে। জনগণকে ন্যূনতম নিরাপত্তা দিতে পারছেন না স্থানীয় পুলিশ প্রশাসন। আতঙ্কিত নগরবাসীর মধ্যে ক্ষোভ-বিক্ষোভ বিরাজ করছে। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রশাসনের কাছে অবৈধ অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের তালিকা থাকা সত্বেও তাদেরকে গ্রেফতার ও আইনের আওতায় আনা হচ্ছে না। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধ প্রবণতা বাড়ছে। একারণে জনমানুষের মধ্যে আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠা চরম আকার ধারণ করছে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার ও পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালনে কঠোর হওয়ার আহবান জানান।