
কলমেঃ এস এম অভি
আকাশটা যতোই কালো হোক,
ঝড় উঠুক বাতাসে,
আমি দাঁড়াবো, থাকবো অটল,
ভরসা আছে বিশ্বাসে।
পাহাড় যতই উঁচু হোক,
পথটা থাকুক কঠিন,
আমি চলবো, থামবো না,
স্বপ্ন আছে যাহার বিনিময় চিন।
নদী যদি পথ রোধ করে,
কিংবা সামনে সাগর,
আমি পার হবো, সাহস রাখি,
নৌকা বানাই নিজে গড়।
বিশ্ব হাসুক, করুক বিদ্রূপ,
তাচ্ছিল্য করুক শত,
আমি জানি, আমিই জিতবো,
যদি আত্মবিশ্বাস থাকে যথ।