
ইকবাল হাসান মাহমুদ
এই বুকে ব্যথা দিয়ে ভেঙ্গে দিলে মনটা,
দিবানিশি বিরহে তাই কাটে মোর ক্ষণটা।
সুখ পাবো বলে বড় আশা নিয়ে বুকেতে,
প্রেমে পড়ে ভেসে যায় আমি সদা দুখেতে।
নয়নের জলে লেখা হয় শত কবিতা,
তবু কিছু কথা থাকে হয়না প্রকাশ সবিতা।
জীবনটা যেন আজ লাগে সাদা বৃথা তায়,
মনে হয় যেন মোরে মৃত্যু সদা করে ধায়।
এমন কী অভিমান ছিলো মনে বলোনা ?
প্রেম নয় তুমি শুধু করে গেলে ছলনা।
ভালোবাসি বলে যদি মোর মন কাড়িলে,
তবে কোন ভুলে বলো শেষে হাত ছাড়িলে?
দূরে যদি যাবে চলে কেন কাছে টানি’লে?
এই দিলে কেন তুমি প্রেম ব্যথা দানি’লে?
আসার স্বপন শেষ কেন তুমি করিলে?
ভেঙ্গে চুরে দিয়ে মোরে সুখের পথ ধরিলে।
মাঝপথে যদি হাত ছেড়ে দেবে জানিতাম,
প্রেমের পরশে কভু কাছে নাহি টানিতাম।
সুখের রাজ্যে তবে হোক তোমার বসবাস,
আমি না হয় করে যায় একা শুধু হাঁসফাঁস।