
শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২ নং পাটলী ইউনিয়নের দুই বারের সফল নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান আংগুর মিয়া গুরুতর অসুস্থ হয়ে সিলেটের মাউন্ট এডোরা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
দীর্ঘদিন ধরে পাটলী ইউনিয়নের উন্নয়ন, জনকল্যাণ, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসা চেয়ারম্যান আংগুর মিয়ার অসুস্থতার সংবাদে স্থানীয় জনসাধারণের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
চেয়ারম্যান আংগুর মিয়া অসুস্থ অবস্থায় দেশবাসী ও সকল শ্রেণী-পেশার মানুষের নিকট দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন চেয়ারম্যান আঙ্গুর মিয়াকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন।