
শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া)নির্বাচনী এলাকায় মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বৃহত্তর আহলে সুন্নাত ওয়াল জামায়াত। দলটির পক্ষ থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে হযরত মাওলানা শেখ মোঃ শামছুদ্দোহা’র।
মাওলানা শামছুদ্দোহা দীর্ঘদিন ধরে ইসলামি শিক্ষা,সামাজিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকায় গণসংযোগ, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও উন্নয়নমুখী কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন।
তিনি বর্তমানে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাজেদা খানম গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাক্ষেত্রে তার অবদান ও প্রশাসনিক দক্ষতা স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে প্রশংসিত।
মাওলানা শামছুদ্দোহা বলেন, “জনগণের সেবা ও এলাকার সামগ্রিক উন্নয়নই আমার মূল লক্ষ্য। শিক্ষা,ধর্মীয় সম্প্রীতি, যুবসমাজের উন্নয়ন ও অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা আমার রাজনৈতিক অঙ্গীকার।”
বৃহত্তর আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতারা বলেন,দলের নীতিনিষ্ঠ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে মাওলানা শামছুদ্দোহা নির্বাচনী এলাকায় ইতোমধ্যেই জনগণের ব্যাপক সাড়া পেয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে আগামী নির্বাচনে তিনি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন।
নেত্রকোনা–৩ আসনের ভোটারদের মধ্যে সম্ভাব্য প্রার্থীকে ঘিরে আলোচনা ইতোমধ্যেই প্রাণবন্ত হয়ে উঠেছে।