
মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরোচীফ চট্টগ্রাম
লোহাগাড়া উপজেলার চান্দাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ২০২৫ সালের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ৯ ডিসেম্বর, মঙ্গলবার অত্যন্ত আনন্দ ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় কক্ষে সুশোভিত মঞ্চ, রঙিন বেলুন, ফেস্টুন এবং শিক্ষার্থীদের হাসিমুখে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদুল আলম, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক(অব:) হামিদুল ইসলাম , চট্টগ্রাম মহানগরের রাজনীতিবিদ ও নারীনেত্রী সখিনা বেগম, শিক্ষকদের মধ্যে বাবু ললিত কুমার বড়ুয়া, অতিথি শিক্ষক মো: জাহেদ।
অনুষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক (ইন:) মুহাম্মদ নূরুল ইসলাম সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন—
শিক্ষা শুধু বইয়ের ভেতর সীমাবদ্ধ নয়। চরিত্র, আচরণ, শিষ্টাচার—এসবই সত্যিকার শিক্ষার অংশ। তোমরা যেখানে যাবে বিনয়ী হবে, জ্ঞান অর্জন করবে, এবং সবসময় শিক্ষকদের সম্মান করবে। কারণ বিনয় মানুষকে মহৎ করে, আর জ্ঞান মানুষকে শক্তিশালী করে। অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার ও আসক্তি হতে এড়িয়ে চলতে হবে। তাহলে তোমরা সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে।
শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশে ভালোবাসা, দিকনির্দেশনা ও আশীর্বাদপূর্ণ বক্তব্য প্রদান করেন। বহু শিক্ষার্থী কৃতজ্ঞতার সঙ্গে নিজেদের বিদ্যালয় জীবনের স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়ে। তাদের চোখে আগামী দিনের স্বপ্ন, আর হৃদয়ে স্কুলের প্রতি ভালোবাসা স্পষ্ট হয়ে ওঠে।
শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামীর উন্নতির জন্য দোয়া ও প্রীতি ভোজের মাধ্যমে বিদায় অনুষ্ঠানটি সমাপ্ত হয়।