মতিউর রহমান, সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ি কলেজের সদ্য প্রয়াত সহঃ অধ্যাপক অবঃ মাজহারুল ইসলাম রোকনের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর সকাল ১০টায় সরিষাবাড়ি কলেজ কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিমুল এহছান শাহীনের সভাপতিত্বে মাজহারুল ইসলাম রোকনের রুহের মাগফেরাত কামনা ও স্মৃতিচারণ করেন সহঃ অধ্যাপক ও সাধারণ সম্পাদক শিক্ষক পরিষদ এবিএম সাইদুল হাসান শিপন,সহঃ অধ্যাপক ও গভর্ণিং বডির সদস্য খায়রুল আলম শ্যামল,সহঃ অধ্যাপক আশরাফ জোয়ার্দ্দার, হাফিজুল হক, নীল রতন সাহা,মাসুদুর রহমান,সালমা খানম প্রমূখ আলোকপাত করেন। এ সময় কলেজের শিক্ষক মন্ডলী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন প্রভাষক খাদেমুল ইসলাম।