
কলমেঃ তানজিলা সুইটি
ওদের আকাশে চাঁদ উবে গেছে সেই কবে
ছোট্ট সে শিশুটিও সৃষ্টি হয়েছে আধো ঢাকা চাঁদে।
মানুষ হয়ে মানুষে কি মানবিকতাহীনে
কী নির্মম পশুর ছাপ অন্তরে!
সেই কালো হৃদয়গুলোর মাঝে মানুষের বাস
যেন নির্মল কারাবাস।
ক্ষুদার জ্বালায় পৃথিবী গদ্যময় বলে গেছেন কবি
আর পদ্যেই যেন তার ক্ষুদার রচনা গড়ি
যেখানে দুঃখরা গাঁথা ছন্দে
বেসুরা তান হাজার মানুষের কেড়ে নেয়া রক্তে
মানুষ হয়ে মানুষে কাঁদি না সেই কলির জন্য
যা ফোঁটার আগেই হয়ে গেছে ছাই ভস্মে।