সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কবি মোঃ জাবেদুল ইসলাম নদী–মানুষ–মুক্তিযুদ্ধের চেতনায় গড়া এক সাহিত্যিক জীবন ৩বারের মত ওমানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান সিআইপি” নির্বাচিত, ওমানে আনন্দের উল্লাস পাহাড়ের গ্রামে গ্রামে প্রাক বড়দিন উদযাপন শহীদ বুদ্ধিজীবী দিবসে নওগাঁর সাপাহারে আলোক প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কবিতাঃ পথ প্রহরের যাযাবর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ঘাসফুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জগৎটা কি সত্যিই মিথ্যার উপর দাঁড়িয়ে? বুদ্ধিজীবী দিবসে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি বাহার উদ্দিন বাংলাদেশ সীড এসোসিয়েশনের কার্ষকরী সদস্য নিবার্চিত

জোটের মনোনয়ন নিয়ে ধোঁয়াশা: ইয়াসিনের গ্রহণযোগ্যতা নাকি পাশার বিতর্ক—কাকে বেছে নেবে আট দলীয় জোট?

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ Time View

 

কয়েছ মামুন, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে:

সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে আট দলীয় জোটের মনোনয়ন নিয়ে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক ধোঁয়াশা। মাঠের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, জোটগত সমীকরণ—সব মিলিয়ে চূড়ান্ত প্রার্থী ঠিক করতে হিমশিম খাচ্ছে ইসলামপন্থী দলগুলোর এই জোট।

ইতোমধ্যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চেয়ে নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন প্রাথমিকভাবে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, সিলেট জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইয়াসিন খান। জগন্নাথপুর–শান্তিগঞ্জের গ্রাম–মফস্বলে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠকসহ নানামুখী রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে তিনি ধীরে ধীরে তৈরি করেছেন শক্ত জনভিত্তি।

সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরা সদস্য এই আইনজীবী শুরুতে ‘নতুন মুখ’ হওয়ায় মাঠে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও, গত ছয় মাসে ভোটের মাঠে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হন।
নিজের ক্লিন ইমেজ, আকর্ষণীয় বক্তব্য এবং ধারাবাহিক প্রচারণা তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

এদিকে যখন অ্যাডভোকেট ইয়াসিন খান ভোটের মাঠে সুস্পষ্ট অবস্থান তৈরি করেছেন, তখনই প্রশ্ন উঠতে শুরু করেছে—
আট দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তিনিই নাকি অন্য কেউ?

এর কারণ, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ইসলামপন্থী আট দলীয় জোটের অভ্যন্তরীণ সমীকরণ। বিএনপির বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে এই জোট ইতোমধ্যে দেশজুড়ে বিভাগীয় সমাবেশ করছে। আলোচিত জোটটিতে রয়েছে আল্লামা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসও।

খেলাফত মজলিস সুনামগঞ্জ–৩ আসনে নিজস্ব প্রার্থী শাহিনুর পাশাকে দিতে আগ্রহ প্রকাশ করেছে—যার ফলে জোটের ভেতর মনোনয়ন নিয়ে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। দলটি নিজেদের কোটার দাবি সামনে রেখে প্রার্থী হিসেবে শাহীনুর পাশাকে বিবেচনায় নিতে জোটের শীর্ষ মহলে চাপ দিচ্ছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।।

স্থানীয় জনমতে, ডামি নির্বাচনের অংশ নেওয়া পাশার প্রতি অনাস্থ তৈরি হয়েছে। সুনামগঞ্জ ৩ আসনের জনগন আশা , ইসলামীপন্থী ৮ দলগুলো যেন, পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীকে বাচাই করে।

অন্যদিকে জোটের একটি বড় অংশের মত হল—
স্থানীয় গ্রহণযোগ্যতা, মাঠের পরিস্থিতি ও ক্লিন ইমেজ বিবেচনায় অ্যাডভোকেট ইয়াসিন খান এগিয়ে আছেন।

জোট এখনো আনুষ্ঠানিক নাম ঘোষণা না করায় সুনামগঞ্জ–৩ আসনে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল—
শেষ পর্যন্ত জোট কাকে বেছে নেবে: জনপ্রিয়তা পাওয়া অ্যাডভোকেট ইয়াসিন খানকে, নাকি খেলাফত মজলিস সমর্থিত শাহীনুর পাশাকে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102