
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর সীমান্তে মানব চোরাচালানের সময় দু,নারীসহ ৪ জন কে আটক করেছে ৫৮ বিজিবি।
গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক সন্ধ্যা ৭-১০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৫২-আর হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামের মোঃ হাসানের এর আম বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ আব্বাস আলী এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ০৪ জন (পুরুষ-০২, ১। বুদ্ধি বৈরাগী (৩৫), পিতা-ফুলচাঁদ বৈরাগী, গ্রাম-বৈকুণ্ঠপুর, ডাক-কলাবাড়ী, থানা-কোটালিপাড়া এবং জেলা-গোপালগঞ্জ, ২। রবীন মজুমদার (৪৫), পিতা-মৃত দুঃধীরাম মজুমদার, গ্রাম-বৈকুণ্ঠপুর, ডাক-কলাবাড়ী, থানা-কোটালিপাড়া এবং জেলা-গোপালগঞ্জ, এবং নারী-০২) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক
মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।