
মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরোচিফ চট্টগ্রাম:
দূনীর্তি দমন ও আইনী সহয়তা কেন্দ তথা
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার উদ্দ্যোগে আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি এম,রফিক দিদার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রভাষক মুহাম্মদ আবু তাহের। গেষ্টঅব-অর্নার হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন ও আইনী সহায়তা কেন্দ্র (একলাক) এর চট্টগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর জি,এম,মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সি,আর,বি,লোহাগাড়া উপজেলা সভাপতি অধ্যাপক মুহাম্মদ আলমগীর সাহেব,দূর্নীতি দমন ও আইনী সহায়তা কেন্দ্র লোহাগাড়া উপজেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সালা উদ্দিন, লোহাগাড়া সিটি হাসপাতালের এম,ডি,মাষ্টার আবদুস সালাম, লোহাগাড়া কৃষি সেক্টরের সভাপতি আলহাজ্ব শাহাব উদ্দিন, মাষ্টার মোক্তার আহমদ, ডা: কামাল উদ্দিন,সাংবাদিক শাহনেওয়াজ, দিদারে এলাহি, বিশিষ্ট কলামিষ্ট ও সাংবাদিক মৌলানা আবদুল জাব্বার (ফিরোজ), সাংবাদিক Scratch হক, আবু ছৈয়দ,এয়াকুব আলী, সাংবাদিক সাইফুল ইসলাম ও মোজাম্মেল হক প্রমুখ।