
কলমেঃ কাকলি রানী ঘোষ
ঐ বীনা ওঠে বেজে ওই সুদুর প্রান্তে।
ভোরের আকাশে ভেসে ভেসে বেড়ায়
ধ্বনিত হয় দিকে দিকে।
বন্দনা গীত কে রচিছে আজি
ভোরের কিরণ ছটায় মুছে যায় ঘন অন্ধকার।
ভোরের নিস্তব্ধতা কাটিয়ে
ধ্বনিত হতে থাকে ওদিকে,
বিনার তরঙ্গ ধ্বনি।
পাখিরা জেগে উঠে ওই ধ্বনিতে,
মুখরিত হয় আকাশ বাতাস,
কলকাকলিত, বিনার তারের সুর
জবাকুসুম প্রকাশিত হয় ভোরের আকাশে ।
প্রকাশিত হয় প্রকৃতি বীনার সুরের মূর্ছনায়।
কি যেন আছে ওই বীনার সুরে।
বিশ্বপ্রকৃতিকে করেছেআহ্বান
বীনার তারের সুরে সুরে।
মন্ত্রমুগ্ধ প্রকৃতি দৃঢ় সংকল্পে করেছে যাত্রা।
স্নীগ্ধ বীনার সুর ভোরের আকাশ বাতাস,
করেছে মুখরিত।
বীনার সুরে সুরে আনন্দে জেগে ওঠে মন।
গেয়ে উঠে মাতৃ বন্দনা।
শ্বেত পদ্ম আসনো, স্বেত পুষ্পা শোভিত।