
কলমেঃ স্বর্ণা তালুকদার
হৃদয়ে শুভ্র হাওয়ার রেশ
দূর হোক আজ মনের লোভ দ্বেষ
মুছে যাক ধনী গরীবের ভেদাভেদ।
শেষ হোক ক্ষমতার দাপট
মানুষ মিথ্যা অহংকার মুখোশের আড়ালে
নিজেকে নিজে চিনতে পারেনা আয়নায় দাড়ালে,
হাসিমুখে দেখায় অনেক সময় ব্যস্ততা।
মানব সমাজে দেখা যায় এখনো কলুষতা,
মুখোশের আড়ালে চলছে কালোবাজারি
ঘরে বাহির তাদের দানে চলে আহাজারি,
মুখোশ খুলে দাড়াও, নিজের বিবেকের তাড়নায়
ভালো না অন্যায় সাম্প্রদায়িক চেতনা
এদেশ তোমার আমার, শুভকামনা।