
বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলার খাগাউড়া গ্রামবাসী ও বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ, দিরাই–সুনামগঞ্জের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মুকুল ঠাকুর ধামাইল উৎসব–২০২৫’। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিরাই উপজেলার খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলা ধামাইল উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক রাহুল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগাউড়া সংগীতালয়ের উপদেষ্টা রিবেন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলার ১নং রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার। সংবর্ধিত অতিথি ছিলেন প্রখ্যাত গীতি কবি মুকুল ঠাকুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধ্রুপদ চৌধুরীর নূপুর, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ (কেন্দ্রীয় কমিটি) মোশারফ হোসেন মুছা, সহ-সভাপতি; চিনু চক্রবর্তী, সাধারণ সম্পাদক, সুপ্রভা রণী কর, কোষাধ্যক্ষ, নিপ্রেশ তালুকদার রানু, দপ্তর সম্পাদক,শিমুল পাল,নির্বাহী সদস্য (কেন্দ্রীয় কমিটি ও কোষাধ্যক্ষ,দিরাই উপজেলা); সঞ্জয় কুমার রায় শিপলু (ইতালি প্রবাসী), সাংগঠনিক সম্পাদক; দেবদাস চৌধুরী (আমেরিকা প্রবাসী), ধামাইল উৎসব সমন্বয়ক; নিপা সূত্রধর, সাংস্কৃতিক সম্পাদক; অসীম রায় চৌধুরী, দিরাই উপজেলা শাখা প্রতিনিধি এবং কবি সংগঠক ও সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ।
উৎসবে দিরাইসহ বিভিন্ন এলাকা থেকে মোট ১৬টি ধামাইল দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকল দলের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী ধামাইল গান ও নৃত্য যেন বিলুপ্ত না হয়ে যায়, সে লক্ষ্যে নিয়মিত ধামাইল উৎসব আয়োজনের মাধ্যমে এই লোকসংস্কৃতিকে উজ্জীবিত ও সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদকে আরও শক্তিশালী করতে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সংগঠন বিস্তারের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন ১নং রফিনগর ইউনিয়নের মানবিক চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদারের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় মুকুল ঠাকুর ধামাইল উৎসব সার্থক ও সফল হয়েছে। কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষসহ সকল দায়িত্বশীল ব্যক্তির দিকনির্দেশনায় জগন্নাথপুর, ছাতক, শান্তিগঞ্জ, দিরাই ও শাল্লাসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ধামাইলপ্রেমীদের ঐক্যবদ্ধ করে ধামাইল গানকে আরও জনপ্রিয় করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
দিনব্যাপী এ ধামাইল উৎসবে সকল শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ দৃষ্টিনন্দন ও সফল ধামাইল উৎসব উপহার দেওয়ার জন্য রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার ও খাগাউড়া গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও সুন্দর ও বৃহৎ পরিসরে ধামাইল উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।