
সানজিদা রুমা, নরসিংদী:
নরসিংদী-৫ রায়পুরা আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভুইয়া রুহেল ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন করা হয়। শনিবার বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ শাওড়াতলী বাজার এলাকায় বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নরসিংদী-৫ রায়পুরা আসনে বিএনপির সাম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া রুহেল। তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের হাতে হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং এর গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
লিফলেট বিতরণকালে নরসিংদী ৫ আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম ভূইয়া রুহেল বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতেই বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাব করেছে। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়েই রাষ্ট্র সংস্কার করা সম্ভব। এ আসন থেকে যাকে সাম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে একটি মামলাও নেই। একদিন জেল খাটেনি, বিএনপির হাইকমান্ড তদন্ত সাপেক্ষে নরসিংদী-৫ রায়পুরা আসন এ এর মনোনয়ন পুনর্বিবেচনা করার দাবী জানান। তিনি আরো বলেন, রায়পুরা বাসী মনোনয়ন পরির্বতন দাবীতে মশাল মিছিল সহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে দুর্বাব আন্দোলন গড়ে তুলা হয়েছে।
এ পযর্ন্ত তৃণমূলের সাথে সমন্বয় করতে পারেনি। বিগত ১৭ বছরে যারা বিএনপি করতে গিয়ে অসংখ্য মামলা খেয়ে জেল খেটেছে তাদেরকে উপেক্ষা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মিটিং মিছিল করছে।
তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতেই ধারাবাহিকভাবে লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, জনগণের ব্যাপক সাড়া পাওয়ায় ভবিষ্যতে আমিরগঞ্জ ইউনিয়নসহ রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি আরও জোরদার করা হবে।