
আমার বাংলা আমার দেশ
আমার বাংলা আমার দেশ
বড্ড ভালোবাসি।
পাখিরা গায় ফুল ফুটে।
মেঘেরা বেড়ায ভাসি।
ভ্রমর উড়ে ডানা মেলে,
গুণ গুণ করে গায়।
নানা রঙের প্রজাপতি,
দারুণ শোভা পায়।
পাল তোলা নাও ভাসিয়ে
চলে নদীর বুকে।
নদীর কুলে গাঙচিলেরা
ঘুরে মহা সুখে।
বিকেল গড়ে সন্ধ্যা হয়,
সূর্য নামে পাটে।
জেনেরা সব বাড়ি ফিরে,
নৌকা বাঁধে ঘাটে।
রাতের আকাশে চাঁদ জাগে,
আলো ছড়ায় বেশ।
সব শেষে লাগে ভালো।
আমার বাংলা আমার দেশ।
ঘরের লক্ষ্মী মা জননী
ঘরের লক্ষ্মী মা জননী,
ভীষণ ভালো বাসে।
কষ্ট বুকে চাপা রেখে,
খুশি মনে সে হাসে।
নিজের স্বার্থ ক্ষুন্ন করে,
পরের স্বার্থ দেখে।
হৃদয় জোরা ভালোবাসা,
দেয বিলিয়ে রেখে।
মা জননী ঘরের লক্ষ্মী,
খায় না আগে কভু।
পেটে খুবই ক্ষুধা লাগে,
ধৈর্য ধারণ তার তবু।
নিজে পরে ছেড়া কাপড়,
চায় না নতুন কিছু।
পর্ব নতুন আসুক যত,
খুশি হয় মা পিছু।
দুইটি ছোট্ট পাখি
গাছের ডালে রোজ সকালে,
দুইটি ছোট্ট পাখি।
মনের কথা বলে তারা,
উঠে ডাকি ডাকি।
দুইজন মিলে মনের কথা
গভীর ভাবে বলে।
তাদের সব দুঃখ ব্যথা,
ভাব জমিয়ে চলে।
দুইটি ছোট্ট পাখি বলে,
চল হারিয়ে যাই।
এখান থেকে অন্য কোথাও,
নেব না হয় ঠাঁই।
অন্য পাখি বলে ওরে,
অন্য কোথাও কেন?
নিজের দেশের রুপ সৌন্দর্য
দারুণ মজা যেন।