সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কবি মোঃ জাবেদুল ইসলাম নদী–মানুষ–মুক্তিযুদ্ধের চেতনায় গড়া এক সাহিত্যিক জীবন ৩বারের মত ওমানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান সিআইপি” নির্বাচিত, ওমানে আনন্দের উল্লাস পাহাড়ের গ্রামে গ্রামে প্রাক বড়দিন উদযাপন শহীদ বুদ্ধিজীবী দিবসে নওগাঁর সাপাহারে আলোক প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কবিতাঃ পথ প্রহরের যাযাবর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ঘাসফুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জগৎটা কি সত্যিই মিথ্যার উপর দাঁড়িয়ে? বুদ্ধিজীবী দিবসে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি বাহার উদ্দিন বাংলাদেশ সীড এসোসিয়েশনের কার্ষকরী সদস্য নিবার্চিত

যুক্তির আলোয় তিন বছর: ডিবেটার্স ফোরাম চুনতির বর্ণাঢ্য বর্ষপূর্তি উদযাপন

Coder Boss
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ Time View

মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরোচীফ চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলার “ডিবেটার্স ফোরাম চুনতি” এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে উদযাপন, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিবেটার্স ফোরাম চুনতির সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে বরর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসা’র ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন, লোহাগাড়া উপাজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান।
শনিবার, ১৩ ডিসেম্বর ২৫ চুনতি মুন্সেফ বাজার আনঞ্জুমান ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডিবেটার্স ফোরাম চুনতির সদস্যবৃন্দসহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি, তরুণ সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চান্দাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নূরুল ইসলাম্ কর্ণফুলী ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি আবু বকর সামিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল হাসান, চুনতি সমাজ কল্যাণ পরিষদের কার্যনির্বাহী সদস্য এডভোকেট কুতুবউদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিবেটার্স ফোরাম চুনতি গত তিন বছরে যুক্তিবাদী চিন্তা, নৈতিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিতর্কচর্চার মাধ্যমে তরুণদের বাক-স্বাধীনতা, বিশ্লেষণী ক্ষমতা এবং সমাজ সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বলে তারা মত প্রকাশ করেন।
লোহাগাড়ার ৯টি ইউনিয়নের মধ্যে চুনতি ছাড়া এমন একটি সুন্দর সংগঠন আর খুঁজে পাওয়া যাবে না। যারা আগামীদিনের সুস্থ নেতৃত্ব ও যুক্তিবাদী নাগরিক তৈরিতে নিজেদের নিয়োজিত রেখেছে। বক্তারা আরও বলেন, সুস্থ বিতর্ক সংস্কৃতি গড়ে উঠলে মাদক, সহিংসতা ও কুসংস্কার থেকে তরুণ সমাজ দূরে থাকবে। আগামীতে লোহাগাড়ার স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ গ্রহণে Uno Lohagara উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। ডিবেটার্স ফোরাম চুনতি ভবিষ্যতেও শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে এলাকার তরুণদের আলোকিত পথে পরিচালিত করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটার মাধ্যমে ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয় এবং সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102