
মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরোচীফ চট্টগ্রাম
লোহাগাড়া উপজেলার “ডিবেটার্স ফোরাম চুনতি” এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে উদযাপন, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিবেটার্স ফোরাম চুনতির সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে বরর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসা’র ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন, লোহাগাড়া উপাজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান।
শনিবার, ১৩ ডিসেম্বর ২৫ চুনতি মুন্সেফ বাজার আনঞ্জুমান ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডিবেটার্স ফোরাম চুনতির সদস্যবৃন্দসহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি, তরুণ সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চান্দাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নূরুল ইসলাম্ কর্ণফুলী ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি আবু বকর সামিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল হাসান, চুনতি সমাজ কল্যাণ পরিষদের কার্যনির্বাহী সদস্য এডভোকেট কুতুবউদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিবেটার্স ফোরাম চুনতি গত তিন বছরে যুক্তিবাদী চিন্তা, নৈতিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিতর্কচর্চার মাধ্যমে তরুণদের বাক-স্বাধীনতা, বিশ্লেষণী ক্ষমতা এবং সমাজ সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বলে তারা মত প্রকাশ করেন।
লোহাগাড়ার ৯টি ইউনিয়নের মধ্যে চুনতি ছাড়া এমন একটি সুন্দর সংগঠন আর খুঁজে পাওয়া যাবে না। যারা আগামীদিনের সুস্থ নেতৃত্ব ও যুক্তিবাদী নাগরিক তৈরিতে নিজেদের নিয়োজিত রেখেছে। বক্তারা আরও বলেন, সুস্থ বিতর্ক সংস্কৃতি গড়ে উঠলে মাদক, সহিংসতা ও কুসংস্কার থেকে তরুণ সমাজ দূরে থাকবে। আগামীতে লোহাগাড়ার স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ গ্রহণে Uno Lohagara উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। ডিবেটার্স ফোরাম চুনতি ভবিষ্যতেও শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে এলাকার তরুণদের আলোকিত পথে পরিচালিত করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটার মাধ্যমে ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয় এবং সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।