সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কবি মোঃ জাবেদুল ইসলাম নদী–মানুষ–মুক্তিযুদ্ধের চেতনায় গড়া এক সাহিত্যিক জীবন ৩বারের মত ওমানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান সিআইপি” নির্বাচিত, ওমানে আনন্দের উল্লাস পাহাড়ের গ্রামে গ্রামে প্রাক বড়দিন উদযাপন শহীদ বুদ্ধিজীবী দিবসে নওগাঁর সাপাহারে আলোক প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কবিতাঃ পথ প্রহরের যাযাবর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ঘাসফুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জগৎটা কি সত্যিই মিথ্যার উপর দাঁড়িয়ে? বুদ্ধিজীবী দিবসে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি বাহার উদ্দিন বাংলাদেশ সীড এসোসিয়েশনের কার্ষকরী সদস্য নিবার্চিত

শ্বাসত, অনিবার্য মৃত!

Coder Boss
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

বিশাল এ-ই মহাজাগতিক ভূমন্ডলে সৃষ্টিকর্তার তৈরি কিছু অংশ ক্ষুদ্র মানুষের বিশেষ জ্ঞান প্রাপ্ত বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন! পৃথিবীর ওজন ৬ ট্রিলিয়ন ট্রিলিয়ন কেজি, সূর্যের আয়তন পৃথিবীর থেকে ১০ লক্ষ গুন বেশী, সূর্যের দূরত্ব প্রায় ১৫ মিলিয়ন কিলোমিটার, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ১৫ কোটি কিলোমিটার, পৃথিবীর সবচেয়ে উঁচু স্হান হিমালয় পর্ববত শ্রেনী, যা পৃথিবী থেকে প্রায় ৯ কিলোমিটার, সবচেয়ে নীচু স্হান মারিয়ানা ট্রেন্স যা প্রায় ১১ কিলোমিটার গভীর — যা একটা হিমালয় পর্বত কে সহজে লুকিয়ে রাখতে পারে! হিমালয় পর্বত প্রতি বছর প্রায় ১ সেন্টিমিটার উচ্চতা বাড়ে, বিশ্বের সবচেয়ে বড় প্রাণী ছিলো ডায়নোসর যা প্রায় ২৪/২৫ কোটি বছর আগে এসেছিলো, বর্তমান সবচেয়ে বড় প্রাণী নিল তিমি যা কয়েকটা ডায়নোসর সমান ইত্যাদি আবিষ্কার করেছেন আমাদের মহাজ্ঞানী বৈজ্ঞানিক গণ!

প্রিয় পাঠক, আমাদের মহাজ্ঞানী বৈজ্ঞানিক গণ অনেক অনেক এবং অনেক কিছু আবিষ্কার করে দিয়ে গেছেন, তাদের আবিষ্কৃত উড়োজাহাজ চড়ে হজ্ব করছি, গয়া কাশী যাচ্ছি আর তাদের নরকে পাঠাচ্ছি মন্দিরে গির্জায় যায়নি বলে — তাদের আবিষ্কার বিদ্যুৎ মোবাইল ট্রেন ঔষধ পরমাণু হাজার কিছু —–
সে যাইহোক এতএত কিছু আবিষ্কারের পরও আবিষ্কার করতে পারেন নাই, “একজন মানুষ কখন, কোথায়, কিভাবে মৃত্যু বরন করবে?”
আমরা এসব মস্তিষ্ক সঞ্চালন না করেই মানুষ কে স্বর্গ বেহেশতের সনদ বিতরন করছি আর একদল শিক্ষিত একাডেমিক সনদ সংগ্রহ করে ভালো চাকুরী করে গরীবের অর্থ চুরি করে বিলাসবহুল জীবন চালাচ্ছেন, বয়স পঞ্চাশ ষাট শত্তুর ঊর্ধ কিন্তু এখোনও তার সন্তান নাতিপুতিরা কিভাবে মোটরসাইকেল গাড়ী হেলিকপ্টার চড়ে জীবন কাটাবে তা জোগাড় গোছালে ব্যস্হ!
গতানুগতিক ধর্ম নামক কঠিন সূক্ষ্ম বিষয় দায়সারাভাবে পালন করে যাচ্ছেন! নারীকে ১০ গজ কালো কাপড়ে বন্দী করছেন যা হয় খোদ আল্লাহ পবিত্র কুরআনে বলেন নাই, মন্দির গীর্জায় যাচ্ছেন আর একগ্রুপ কেউ দুর্গার পায়ে বা কেউ যীশু মূর্তির নিচের সেজ দায় লুটাচ্ছেন আর প্রতিবেশীর বাসস্হান খানির জমিটুকু দখলে নিচ্ছেন তো কেউ আস্ত একটা মুসলমান দেশ দখল করছেন, কেউ হিন্দু দেশ টায় অশান্তি সৃষ্টি করতে সিআইএ মোসাদ আইএসআইর মত গোয়েন্দা লাগিয়ে বসে আছেন!

এ-সব ধর্মধ্বজীরা জানেন না কখন কোথায় কিভাবে তার মৃত্যু হবে? তা তিনি অভিসম্পাত দেন বেটা আইনস্টাইন কেন আবিষ্কার করে যায় নাই, সেই কাফের নিউটন বা আলভা এডিসন বা গ্যালিলিও বা সক্রেটিস বা রাইট ব্রাদার্স বিমান আবিষ্কারের মত তাহলেই তিনি বহুসংখ্যক বিবি নিয়ে রাবণের মত মৃত্যু বান হাতে নিয়ে সহস্র বছর আরামে কাটাতে পারতেন নিশ্চিতে। যা কিছু বৈজ্ঞানিক গণ আবিষ্কার করে দিয়ে যান নাই তা সবকিছু তিনি বা তাহারা আল্লাহ ভগবান ঈশ্বর এর উপর ছেড়ে দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে তিনি (আল্লাহ /ঈশ্বর) ভালো বোঝেন! অথচ সৃষ্টি কর্তা প্রতিটি মানুষের মস্তিষ্কে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন এবং ৮৬ বিলিয়ন গ্লিয়াস দিয়েছেন প্রতিটি মানুষ কে চিন্তা গবেষণা করার জন্য তার সৃষ্টি কে DISCOVER করে UTILITY বাড়ানোর জন্য! কিছু নতুন INVENTION নয়, সৃষ্টি কর্তার দেয়া জিনিস আবিষ্কার করে ব্যবহার করতে। সব ধর্মের মহামানবেরা আহ্বান জানিয়েছেন বিশ্বের যে-কোন জায়গায় যেয়ে আমার সৃষ্টি জানো, জ্ঞান বিজ্ঞান আহরণ করো!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন, নিজে জানুন নতুন প্রজন্মকে জানান।
জানার শেখার, জ্ঞান আই-কিউ বুদ্ধি বিবেক বাড়াবার একমাত্র মাধ্যম — পড়া, শোনা এবং দেখা!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102