
নিজস্ব প্রতিবেদক:
সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজ্ড চাইল্ড সি ইউ সি’র পক্ষ থেকে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার কেএমপির সদর দপ্তর খুলনায় সিইউসির প্রিয় শুভাকাঙ্ক্ষী ও খুললাম মেট্রোপলিটন পুলিশ কেএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয় কে সি ইউ সির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান এবং সিইউসি স্কুলের শিক্ষার্থীদের পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। শিশু বান্ধব পুলিশ কমিশনার খুলনায় যোগদানের পর থেকে সি ইউ সি এবং সিইউসি স্কুলের শিক্ষার্থীদের সর্বদা পাশে ছিলেন। চাকুরীর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউসির অন্যতম উপদেষ্টা ও শ্রম আদালত খুলনার সম্মানিত প্যানেল জাজ রোটারিয়ান পিপি জনাব মোঃ ইফতেখার আলী বাবু, সি ইউ সি সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন, কোষাধাক্ষ মিম আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারীমা আক্তার, সি ইউ সি স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী শিক্ষকবৃন্দদের মধ্যে ঝরনা বেগম, রাবেয়া আক্তার, আকলিমা বেগম,মোঃ শুভ ইসলাম, সেলিম হোসেন রেজা, রেজওয়ানা ইসলাম, রাইমা হাসান সুখী, রাখি জামান, রাইসা, জান্নাতুল ফেরদাউস, শাহিন আলম, পবন রায় প্রমুখ। সুবিধা বঞ্চিত শিশুদের সিইউসি’র শিক্ষার্থীরা পুলিশ কমিশনার মহোদয় কে মনমুগ্ধকর গার্ড অব অর্নার প্রদান করে। পুলিশ কমিশনার মহোদয় তার বক্তব্যে স্কুলের শিক্ষার্থীদের জন্য দোয়া ও সিইউসি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উপস্থিত সকল শিক্ষার্থীকে কমিশনার মহোদয় বিশেষ উপহার প্রদান করেন।