
কলমেঃ নাজমুন নাহার
পথের ধারে কুকুর মা,
বাচ্চাগুলো পাশে তার,
চোখে মায়া, মুখে শান্তি,
ভয়হীন তারা নির্ভার।
হঠাৎ এল এক ভয়ংকর
মানব রূপে পশুর দল,
নিরীহ শিশুর তাজা প্রাণ,
নিলো কেড়ে অকারণ বল।
কান্নায় ভাসে সে জনপদ
আকাশ পর্যন্ত চিৎকার,
জানো কি ভাই? তারা প্রাণী,
তবুও হৃদয় আছে তাদের।
শুধু কি মানুষ কাঁদে ভাই?
জানো কি মা হারায় কুকুর?
বাচ্চা হারা মা ডাকে শুধু,
সাড়া দেয় না নিঃসঙ্গ দূর।
হত্যা নয়, দয়া করো
প্রাণ যেকোনো হোক আদর,
করুণা থাকুক সকল বুকে
নয়তো মরবে মানব ঘর।