কলমেঃ সুমাইয়া রহমান
রুদ্ধদ্বারে দিক প্রহরে, বাজছে তুমুল সুপ্ত সুর —
আমার চোখে ধ্রুবতারাও, হাল ছাড়া এক অশ্বারূঢ়
আদি যদি উজ্জ্বলই হয়, ঝাপসা কেনো শেষ প্রহরে?
আসলে বাদল পষ্ট আকাশ, রয় কি পড়ে মেঘের ঘোরে?
মনের অসুখ বাড়ছে দ্বিগুণ, আসবে সে সুখ তামাটদেহে—
মেঘ জমেছে খানিকছটা, মুছবো বলো কার স্নেহে?
তপ্তরোষে রপ্ত সে মন, পথ প্রহরের যাযাবর
শূন্য দিকে যাচ্ছে পাখি, শূন্যতাটাই নিজের ঘর
ছুটছে এ পথ; ঢাকতে আঁধার, রাত-বিরাতে ভয়াল ডাক
ঝড় তুফানে মৌ কি পালায়, ফেলে রেখে স্ব-মৌচাক?
হয়তো এ মন ধ্রুপদী ঘোর, থাকবে কেবল অধ্যাহার—
পালতোলা মন পাল তুলেছে, ফিরবো জেনো কর্ণধার!