
কলমেঃ মোঃ নুর ইসলাম মৃধা
“জগৎটাই চলছে মিথ্যার উপরে, সত্যি কথা বলে তো শুধু পাগলেরা”—এই কথাটি শুনতে কঠিন হলেও বাস্তবতার সঙ্গে আশ্চর্য রকম মিলে যায়। আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে সত্য বলাটা দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে, আর মিথ্যা বলাটাই যেন টিকে থাকার কৌশল।
আজ সত্যকে বলা হয় ‘অপ্রয়োজনীয় স্পষ্টতা’, আর মিথ্যাকে সাজিয়ে বলা হয় ‘কূটনৈতিক বুদ্ধিমত্তা’। অফিসে, রাজনীতিতে, সমাজে এমনকি পারিবারিক সম্পর্কেও সত্যের চেয়ে অভিনয় বেশি কার্যকর। সত্য বললে মানুষ বিরক্ত হয়, অস্বস্তিতে পড়ে, শত্রু বানায়। আর মিথ্যা বললে—সবাই খুশি, সম্পর্ক মসৃণ, সুবিধা অটুট।
সত্যভাষী মানুষদের তাই আজ ‘বোকার স্বর্গে বাস করা লোক’ বা ‘পাগল’ বলে তকমা দেওয়া হয়। কারণ তারা মুখোশ পরতে জানে না। তারা হিসাব করে কথা বলতে পারে না। তারা জানে না কখন চুপ থাকতে হয়, কখন অন্যায়ের সঙ্গে আপস করতে হয়। তারা সোজা কথা বলে—আর সোজা কথাই এই জগতে সবচেয়ে বড় অপরাধ।
আমরা এমন এক সময়ে পৌঁছেছি, যেখানে অন্যায়কে বৈধতা দিতে যুক্তি বানানো হয়, দুর্নীতিকে বলা হয় কৌশল, আর মিথ্যাকে বলা হয় বাস্তবতা। সত্য বললে চাকরি যায়, পদ হারাতে হয়, সমাজচ্যুত হতে হয়। তাই অধিকাংশ মানুষ নিরাপদ পথ বেছে নেয়—মিথ্যার পথ।
তবু প্রশ্ন থেকেই যায়—এই জগৎ কি সত্য ছাড়া টিকতে পারে? ইতিহাস বলে, পারে না। মিথ্যা দিয়ে সাময়িক সাফল্য আসে, কিন্তু স্থায়ী শান্তি আসে না। মিথ্যার উপর দাঁড়িয়ে গড়া সমাজ একদিন নিজের ওজনেই ভেঙে পড়ে।
যারা সত্য বলে, তারা হয়তো ক্ষমতার কেন্দ্রে নেই, তারা হয়তো জনপ্রিয় নয়, কিন্তু তারাই ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। একদিন তারাই প্রমাণ করে—পাগলামি নয়, সত্য বলাটাই ছিল সবচেয়ে বড় সাহস।
আজ যারা সত্য বলে একা পড়ে আছে, অপমানিত হচ্ছে, উপহাসের শিকার হচ্ছে—তাদের মনে রাখা উচিত, সময়ের আদালতে শেষ পর্যন্ত রায় যায় সত্যের পক্ষেই। মিথ্যা অনেক শব্দ করে, সত্য নীরব থাকে—কিন্তু নীরব সত্যই একদিন সবচেয়ে জোরে কথা বলে।
লেখক পরিচিতিঃ
মোঃ নুর ইসলাম মৃধা
(এম এ, এলএল বি, এল এইচ এম পি)
কলামিস্ট ও সমাজ বিশ্লেষক। সমসাময়িক সমাজব্যবস্থা, নৈতিক অবক্ষয়, সত্য-মিথ্যার দ্বন্দ্ব ও মানবিক মূল্যবোধ নিয়ে নিয়মিত লেখালেখি করেন। তাঁর লেখায় বাস্তবতার কঠোর ভাষা ও বিবেকের প্রশ্ন স্পষ্টভাবে উঠে আসে।